• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo
কালুখালীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে সুবিতা দাস (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।  সুবিতা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের স্ত্রী। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও সঠিক সময়ে অ্যান্টিভেনম না দেওয়ার কারণে সবিতা দাসের মৃত্যু হয়েছে। সুবিতা দাস কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধুবাড়িয়া গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের মেয়ে। সুবিতা দাসের প্রতিবেশী ধীরেন্দ্রনাথ বলেন, সুবিতা দাস বিকেল সাড়ে ৫টায় তার বসতবাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে টিউবওয়েল পাড় থেকে তার ডান হাতের কব্জির ওপরে গোখরা সাপে কামড় দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক ডা. শামীম আহসান তাকে দেখেন। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসককে দ্রুত অ্যান্টিভেনম দিতে বলেন। কিন্তু চিকিৎসক তাকে ভর্তি ছাড়া কোনো চিকিৎসা দেবেন না বলে জানান। পরে রোগীর ভর্তি প্রক্রিয়া শেষ করে রোগীকে তিনতলায় নিয়ে যেতে বলা হয়। তিন তলায় নিয়ে যাওয়ার পর সবিতা বিশ্বাস মারা যান। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, ‘রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার আগেই মারা গিয়েছেন। ওই সময় হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছিলেন ডা. শামীম আহসান। এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন।’ এ বিষয়ে ডা. শামীম আহসান বলেন, ‘রোগীকে হাসপাতালে সিরিয়াস অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অ্যান্টিভেনম দেওয়ার আগে কিছু প্রস্তুতি রয়েছে আমাদের। আমরা সেই সময়টুকু পাইনি। এর মাঝে রোগীর স্বজনরা রোগীকে ফরিদপুর নিয়ে যেতে চেয়েছিল। আমরা কাগজপত্র তৈরি করেছিলাম। কিন্তু তার আগেই রোগী মারা গেছে।’
২৬ জুন ২০২৪, ১০:৩৩

অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হাজেরা বেগম বাট্টাজোড় পশ্চিম পাড়া তালুকবাড়ির মোয়াজ্জেম হোসেন জজ তালুকদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শ্রীবরদী উপজেলার মেয়ে জামাই বাড়ি থেকে অটোভ্যানে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন হাজেরা বেগম। তিনি অটোভ্যানে করে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত হাজেরা বেগমের ওড়না চলন্ত অটোভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন। এ সময় আহত অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ‘চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
২২ জুন ২০২৪, ১৯:০৮

সাপে কামড়ের পর ওঝা দিয়ে ঝাড়ফুঁক, বৃদ্ধার মৃত্যু
শরীয়তপুরে জাজিরাতে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে রহিমা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের ইয়াসিন আকন কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  মারা যাওয়া রহিমা বেগম একই এলাকার নূর মোহাম্মদ তালুকদারের স্ত্রী।  স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করছিলেন রহিমা বেগম। এ সময় তার বাম পায়ে একটি সাপ কামড় দেয়। তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আজিমউদ্দিন মোড়ল নামে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ওঝা ঝাড়ফুঁক করার পর তার অবস্থা আরও খারাপ হলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কবির আলম বলেন, সাপে কামড়ানো এক বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। কামড়ের ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করছি রাসেলস ভাইপার সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।   জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়ে অপচিকিৎসা সংক্রান্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৪ জুন ২০২৪, ২৩:০২

ঝড়ের মধ্যে হাওরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শামসুন্নাহার (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার রায়টুটি ইউনিয়নের হালালের হাওর (বেকি বিল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামছুন্নাহার ইটনা সদর ইউনিয়নের হাজারীকান্দা গ্রামের আলাল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা শামসুন্নাহার কয়েক দিন আগে উপজেলার রায়টুটি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তিন নাতি-নাতনিকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। হাওরের বেকি বিল পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় হাওরে থাকা স্থানীয় মৎস্যজীবীরা তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুন্নাহাকে মৃত ঘোষণা করে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩০ মে ২০২৪, ২২:০২

নড়াইলের লোহাগড়ায় নিজ ঘরে মিলল বৃদ্ধার মরদেহ
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-মঙ্গলহাটা নিবাসী রিজিয়া খাতুন নামের এক বৃদ্ধাকে নিজ ঘরে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় যুবলীগ নেতা রবিউল কবিরের মা ও মৃত মো. তবিবর রহমান মাস্টারের সহধর্মিণী। শনিবার (১১ মে) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে জানালার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে যায় বলে তার সন্তান অভিযোগ করেছেন।  ঘটনার বর্ণনা দিয়ে রিজিয়া খাতুনের ছেলে যুবলীগ নেতা রবিউল জানান, উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে অন্যান্য সময়ের মতো তিনি নিজ ঘরে প্রবেশ করেন। এ সময় মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তার চিৎকারে প্রতিবশীরা এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়। রোববার (১২ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থান ওসি কাঞ্চন কুমার। তিনি বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১২ মে ২০২৪, ১৯:০৬

হাতিয়ায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকার একটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা ঘুমন্ত ললিতা বালা দাস (৮০) নামের এক বৃদ্ধা নারীসহ পুড়ে ছাই হয়েছে বসতঘরটি। শনিবার (৯ মার্চ) ভোরে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিমন্দির এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  নিহত ললিতা বালা দাস ওই এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। তার ২ ছেলে দেশের বাইরে থাকার কারণে তিনি ঘরে একা থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ললিতা বালার দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে ওমান থাকেন। প্রতিদিনের ন্যায় রাতে খেয়ে নিজের বসতঘরে একা ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার ভোরে স্থানীয় লোকজন তার ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসত ঘরসহ ঘুমে থাকা ললিতা বালা পুড়ে কয়লা হয়ে যায়। হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ঘরের ভেতরে থাকা ওই বৃদ্ধা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, নিহতের মরদেহের পুড়ে যাওয়া অংশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৯ মার্চ ২০২৪, ১৮:১৫

হাতিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ল‌লিতা বালা দাস (৮০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) ভোরের দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।   ল‌লিতা বালা দাস হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ল‌লিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোরর দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়।   হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁঞা বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে একঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিক আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।       
০৯ মার্চ ২০২৪, ১৫:৫৫

বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
রাজবাড়ীতে বসতঘরে আগুন লেগে রাবেয়া বেগম বরু (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার ভাই ইউনুস শেখ (৬০)।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদরের খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন বলেন, এ বিষয়ে মৃত রাবেয়া বেগমের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা জানান, রাবেয়া বেগম বরুর স্বামী নেই। ২০ বছর ধরে তিনি তার ছেলে মন্টু মিয়াকে নিয়ে ভাই ইউনুস শেখের বাড়িতে থাকেন। তবে দুবছর আগে মন্টু গোয়ালন্দে জমি কিনে বাড়ি করে তার স্ত্রী-সন্তান নিয়ে সেখানে বসবাস করা শুরু করেন। বর্তমানে রাবেয়া বেগম তার ঘরে একাই থাকতেন। ভাই ইউনুসই তার ভরণপোষণ করতেন। আজ ভোর রাতের দিকে রাবেয়া বেগমের ঘরে হঠাৎই আগুন লাগে। আগুনে পুড়ে তিনি মারা যান। ভাই ইউনুস তাকে বাঁচাতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে বৃদ্ধা রাবেয়া বেগম আগুনে পুড়ে মারা যান। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। জবা রানী ওই মহল্লার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী। স্থানীয়রা জানায়, কোন সন্তান-সন্ততি না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন। তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এ সময় অসাবধানতাবশত খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধার শরীর দগ্ধ হয়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন তারা । শুক্রবার রাতে ওই নিজ বাড়িতে ওই বৃদ্ধার মৃত্যু হয়।  সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
১৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়